Header Ads

Header ADS

মাস্টার্স রেগুলার ও প্রাইভেটের মধ্যে পার্থক্য কি?

▒মাস্টার্স প্রাইভেট কোর্স▓
অনেকেই জানেন না যে প্রাইভেট কোর্স ও রেগুলার কোর্সের পার্থক্য।
আবার সনদের মান একই কি আলাদা তা নিয়ে সন্ধিহান। 
#প্রিলি টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তির শেষ সময় ১ আগস্ট ২০১৯।

যারা প্রিলি টু মাস্টার্স নতুন ভর্তি হবেন তারা অনেকে হয়তো মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট এর পার্থক্য সম্পর্কে অবগত নন।
নিয়মিত এবং প্রাইভেট কোর্সের পার্থক্য।
(ক) ডিগ্রী & মাষ্টার্সে প্রাইভেটে প্রোগ্রাম আছে,কিন্তু অনার্সের প্রাইভেট প্রোগ্রাম নাই।
(খ) প্রাইভেট ও রেগুলার উভয়ের সার্টিফিকেটর মান সমান,চাকরির ক্ষেত্রে দুটাই সমান মূল্যায়ন করা হয়।
(গ) প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়।
(ঘ) প্রাইভেটে ভর্তির খরচ অনেক কম,প্রিলীতে ভর্তি প্রায় ১,১০০ টাকা।
(ঙ) প্রাইভেটে ভর্তির পদ্ধতিও সহজ,অনলাইনে আবেদন করে তা অনলানের আবেদন কপিসহ টাকা,ছবি ও সার্টিফিকেট ও মার্কশীট কলেজে জমা দিলেই ভর্তি প্রক্রিয়া শেষ।
(চ) প্রাইভেটে ক্লাসের ব্যবস্থা নাই,তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদের জন্য এটাই শ্রেয়।
(ছ) নিয়মিতদের ক্ষেত্রে ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয়। প্রাইভেটের ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয় না৷
(জ) উভয়ক্ষেত্রে পরিক্ষার মান/মার্কস ও সমান।
(ঝ) উভয় ক্ষেত্রে পঠিত বিষয়গুলো সমান,শুধু প্রাইভেটে টার্মপেপার থাকেনা কিন্তু উভয় ক্ষেত্রে ভাইভা পরিক্ষা দিতে হয়।
(ঞ) উভয় ক্ষেত্রে ফরমপূরন, রুটিন,পরিক্ষা ও রেজাল্ট একই সময়ে হয় ৷

ভর্তি তথ্য
ক) নিয়মিততে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেটে সহজেই ভর্তি হতে পারে।
খ) প্রাইভেটে ভর্তির জন্য শুধু পাশই যথেষ্ট,তবে প্রিলীতে ভর্তির জন্য পচন্দের বিষয়ে গড়ে নূন্যতম ৪৫% নাম্বার থাকতে হয়। 
গ) প্রাইভেটে ভর্তির জন্য বয়সের কোন সমস্যা নাই।
ঘ) প্রাইভেট থেকে ডিগ্রী করলে সে আর রেগুলারের মাষ্টার্স করতে পারেরে না।
ঙ) প্রাইভেটের আসন সংখ্যা প্রতিটি বিষয়ে ১০০০ (এক হাজার) টি।
চ) রেগুলারে মোট খরচ প্রায় ২০,০০০টাকা, প্রাইভেটে খরচ প্রায় ১২,০০০ টাকা।
ছ) সব কলেজে প্রাইভেট প্রোগ্রাম থাকে না।
জ) সারা বাংলাদেশে মাত্র 55 টি কলেজে প্রাইভেটের মাষ্টার্স আছে।
জ) প্রাইভেট কলেজের তালিকার একটি ছবি পোষ্টের সাথে দেয়া হয়েছে।

৩টি মন্তব্য:

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.