Header Ads

Header ADS

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স এ ভর্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স এ ভর্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আগের তুলনায় অনেক কঠিন করা হয়েছে এইবার।অ্যাকাডেমিক কাউন্সিল ঠিক করেছে যে, এসএসসি এবং এইচএসসি তে যথাক্রম নূন্যতম জিপিএ ২.৫০ না থাকলে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারবে না! যা আগে ২.০০ পেলেই আবেদন করা যেত। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




যারা অনার্স (১৯-২০) সেশনে ভর্তির জন্য আবেদন করবেন....এতদিন ইন্টামিডেয়েটতো বেশ কাটলো

But....
Game start now 
😋
আগেই বলে দেই 
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য 
মানবিক বিভাগ👇
SSC 2.50
HSC 2.50
বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগ👇
SSC 3.00
HSC 2.50
পাশের সন👇
SSC 2016/2017
HSC 2018/2019
নূন্যতম GPA নির্ধারণ করা হয়েছে
এর .০১ যদি কম হয় তবে আপনি আবেদন করতে পাবেন না না এবং না
উল্লেখিত জিপিএ থাকিলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো কলেজে আবেদন করতে পাবেন
সুযোগ পাবেন কি না সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর যা পরে জানিয়ে দিতে চেষ্টা করবো
কোনো ভাবে কোনো দালাল বা ২য় ব্যাক্তির পাল্লায় পরবেন না
কারন জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক 
কলেজে প্রিন্সিপাল পর্যন্ত নিজের ছেলে বা মেয়েকে নিজ কলেজে ভর্তির ক্ষমতা রাখে না এবং নাই
আবেদনের সময় এখনও প্রকাশ হয় নাই হলে জানানো হবে
এই সময়ে আপনারা যারা পাবলিকে প্রস্তুতি নিচ্ছেন তারা লেগে থাকেন
এর মধ্যে আপনি কলেজ সাবজেক্ট নিয়ে বাসায় গুরুজনের সাথে আলোচনা করে মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন
১টা কথা মাথায় রাখবেন.....
যে সাবজেক্ট পড়তে ইচ্ছুক না সেটা লিস্টে রাখিবেন না




কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.