Header Ads

Header ADS

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ ২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাষ্টার্স এ ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগে?

মাস্টার্স প্রথম পর্বে ভর্তি হতে গেলে আপনাকে আপনার এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি ( পাস কোর্স) পাসের মূল সনদ পত্র, মূল নম্বরপত্র, প্রশংসা পত্র, আপনার ছবি লাগবে। এছাড়া ডিগ্রীর রেজিস্ট্রেশন এর কাগজটা ও লাগতে পারে।



২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোসের্র ভর্তি কার্যক্রমের আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। উল্লেখ্য যে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৬- ২০১৭ শিক্ষাবর্ষে প্রণীত মাস্টার্স ১ম পর্বের নতুন সিলেবাস অনুযায়ী পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি আবেদনের সময়সীমাঃ ২৬ জুন বিকাল ৪টা থেকে ০৬ জুলাই রাত ১২ টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ০৭ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত কলেজে ফরম জমা দেয়া যাবে। ক্লাশ শুরু হবে- ২৫ জুলাই থেকে ক) এ ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক (পাস) পরীক্ষায় উত্তীর্ণ অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে এবং ভর্তিচ্ছু বিষয়ে (৪০০ নম্বর সম্বলিত) ন্যূনতম ৪০% নম্বর অথবা সিজিপিএ পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।






কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.